
চাঁদপুর : পবিত্র মাহে রমজান উপলক্ষে কার্ড ছাড়াই এই প্রথম চাঁদপুর পৌর এলাকায় টিসিবির পণ্য ভ্রাম্যমান ট্রাকে বিক্রি শুরু হয়েছে।
বুধবার (৫ মার্চ) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।
পরে তিনি টিসিবি পন্য বিক্রয় স্থান নতুন বাজার পৌর অডিটোরিয়াম, শহরের পুরান বাজার লোহারপুল এলাকার বিক্রয় কার্যক্রম তদারকি করেন।
জেলা প্রশাসন থেকে জানানো হয়, প্রাথমিকভাবে রমজান মাসজুড়ে ৫টি স্থানে প্রতিদিন ২ হাজার ক্রেতার কাছে টিসিবির পণ্য বিক্রি হবে। স্থানগুলো হচ্ছে-শহরের পুরান বাজার লোহারপুল সংলগ্ন, ডিসি অফিসের সামনে, ওয়ারলেস বাজার, নতুন বাজার পৌর অডিটোরিয়ামের সামনে, নিশি বিল্ডিং রোডস্থ জেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সামনে।
একজন ক্রেতা টিসিবির কার্ড ছাড়া ভোটার আইডি দিয়েই প্রতিদিন ৭০ টাকা দরে ১ কেজি চিনি, মসুর ডাল ৬০ টাকা কেজি দরে দুই কেজি, ছোলা ৬০ টাকা কেজি দরে ১ কেজি ও ১০০টাকা লিটার দরে ভোজ্যতেল ২লিটার।
এই বিষয়ে জেলা প্রশাসক বলেন, চাঁদপুর জেলায় এই প্রথম ট্রাক সেলের মাধ্যমে টিবিসির পন্য বিক্রি হচ্ছে। সরকার এই উদ্যোগ নিয়েছে কারণ রমজান মাসে স্বল্প আয়ের মানুষ যাতে নিত্যপ্রয়োজনীয় জিনিস সহজে ক্রয় করতে পারে। রমজান মাসজুড়ে এই বিক্রয় কার্যক্রম চলমান থাকবে। এরপর চাহিদা থাকলে পরবর্তীতে সময় বৃদ্ধি করা হবে।
ফম/এস.পলাশ/এমএমএ/