চাঁদপুর: ভোক্তাদের অধিকার সুনিশ্চিত ও যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে।
বুধবার (২৭ জুলাই) চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসাইনের নেতৃত্বে শহরের বিভিন্ন হাসপাতাল ও কয়েকটি কুরিয়ার সার্ভিসে অভিযান পরিচালনা করা হয়েছে।
এ সময় নানা অনিয়মের অভিযোগে ৩ টি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো, চাঁদপুর জেনারেল হাসপাতাল, জননী কুরিয়ার সার্ভিস ও সুন্দরবন কুরিয়ার সার্ভিস।
এবিষয়ে সরকারি পরিচালক নূর হোসাইন জানান, ভোক্তাদের অধিকার রক্ষায়, আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
নানা অনিয়মের অভিযোগে চাঁদপুর শহরে আজ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর জেনারেল হাসপাতালকে ১০ হাজার, সুন্দরবন কুরিয়ার সার্ভিসকে ১০ হাজার ও জননী কুরিয়ার সার্ভিসকে ৫ হাজার টাকা।
ফম/এমএমএ/