চাঁদপুরে ভিক্ষুক পুনর্বাসনের লক্ষে উপকরণ বিতরণ

চাঁদপুর: ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর পৌর এলাকায় ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর ৩ জনকে পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানে সহযোগিতা করা হয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) “উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়” প্রতিপাদ্যে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় চাঁদপুর পৌরসভায় ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর ৩ জনকে ২টি গাভী ও ১ জনকে শাড়ি কাপড়ের ব্যবসায়িক উপকরণ প্রদান করা হয়।

জেলা প্রশাসক কার্যালয় সম্মুখে এসব উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রজত শুভ্র সরকারসহ জেলা ও উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট অংশীজনরা এ সময় উপস্থিত ছিলেন।

এ সময় জেলা প্রশাসক বলেন, ভিক্ষাবৃত্তিকে বন্ধ করতে হলে প্রথমেই ভিক্ষা প্রদানকে নিরুৎসাহিত করতে হবে। এছাড়া ২০৩০ সালের মধ্যে জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণের জন্য এবং স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য ২০৩০ সালের মধ্যে ভিক্ষুক মুক্ত বাংলাদেশ গড়তে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম