চাঁদপুর: নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ, অবৈধ মজুত বন্ধকরণ,খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধের যৌক্তিকতা, বাজার মনিটরিং অব্যাহত রাখা, চালের বস্তায় নিজের ব্রান্ড ব্যতীত অন্য ব্রান্ড ব্যবহার না করা এবং সর্বোপরি ভোক্তার স্বার্থ সুরক্ষায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ প্রচার ও প্রয়োগ নিয়ে চাঁদপুরে ব্যবসায়ী সংগঠনের নেতাদের সাথে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ আগষ্ট) পুরান বাজারে চেম্বার অব কমার্সে এই সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহ। জনস্বার্থে সবাই মিলে দেশের তরে কাজ করার উদাত্ত আহবান জানান প্রধান অতিথি।
সভায় সভাপতিত্ব করেন চেম্বার অব কমার্সের সভাপতি জাহাঙ্গীর আখন্দ সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল।
সঞ্চালনায় ছিলেন চেম্বার অব কমার্সের পরিচালক গোপাল সাহা। উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্সের সহ সভাপতি, পরিচালকবৃন্দ, সদস্যবৃন্দ, চাল ব্যবসায়ী, সবজি আড়তদার, লবণ ব্যবসায়ী, রেস্তোরাঁ ও হোটেল মালিক সমিতির সভাপতি, সহ সভাপতি, সেক্রেটারি। এছাড়াও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা কনজুমার্স এসোসিয়েশন এর দপ্তর সম্পাদক বিপ্লব সরকার।
চেম্বার অব কমার্সের সভাপতি ব্যবসায়ীদের সচেতন করার লক্ষ্যে জনসচেতনতামূলক সভা আয়োজন ও অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
এর আগে সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহ চাঁদপুর জেলা কার্যালয় পরিদর্শন করেন।
ফম/এমএমএ/