চাঁদপুরে বৈশাখী মেলার নির্মান কাজের সূচনা

চাঁদপুর: চাঁদপুর উইমেন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ও জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে শুরু হতে যাওয়া পক্ষকালব্যাপী বৈশাখী মেলার নির্মান কাজের সূচনা করা হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রথম বাঁশের খুটি গেড়ে নির্মান কাজের সূচনা করেন চাঁদপুর উইমেন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ।

এসময় চাঁদপুর উইমেন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মনিরা আক্তার, সিনিয়র সহ-সভাপতি পাপড়ি বর্মন, পরিচালক ফেরদৌসী বেগম আলো, জোহরা আনোয়ার হিরা, সদস্য রাখী সিনহা, তানিয়া ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চাঁদপুর উইমেন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মনিরা আক্তার গণমাধ্যমকে জানান, চলতি মাসের ১২ তারিখ এ মেলার উদ্বোধন করবেন চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন। মেলাতে প্রায় অর্ধশত স্টল তৈরী করা হবে, যেখানে চাঁদপুরসহ দেশের বিভিন্ন জেলা থেকেও উদ্যোক্তারা অংশগ্রহণ করবেন বলে আশাবাদী। এছাড়াও মেলাতে বিনোদনসহ বিভিন্ন ব্যবস্থা রাখা হবে।

ফম/এমএমএ/

শাহরিয়া পলাশ | ফোকাস মোহনা.কম