চাঁদপুর : চাঁদপুরে বিষপানে হোসনে আরা (৩৫) নামের গৃহবধু আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদহে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে রয়েছে।
গৃহবধু হোসনে আরা চাঁদপুর শহরের পুরানবাজার রঘুনাথপুর এলাকার ইউনুছ গাজীর স্ত্রী। কি কারণে তিনি আত্মহত্যা করেছেন সে বিষয়ে বক্তব্যের জন্য পরিবারের কাউকে পাওয়া যায়নি।
গৃহবধুর সাথে আসা মনির নামে যুবক জানান, কি কারণে মাছ মারার এনডিন বিষপান করেছে তা আমি জানি না। আমাকে বাড়ির লোকজন বলেছেন হাসপাতাল নিয়ে যেতে, আমরা কয়েকজন তাকে হাসপাতালে নিয়ে এসেছি।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বিপ্লব দাস জানান, রোগীকে হাসপাতালে আনার পর দ্রুত তাকে চিকিৎসা দেয়া হয়। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শেখ মুহসীন আলম বলেন, মৃত্যুর খবর শুনে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এই ঘটনায় পরবর্তীতে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
ফম/এমএমএ/