চাঁদপুর: চাঁদপুরে বিষ্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে ২৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা অনেকের নামে মামলা দায়ের করেছে পুলিশ। এ মামলায় দুই জনকে গ্রেফতার করা হয়।
সোমবার (৩০ অক্টোবর) সকালে চাঁদপুর সদর মডেল থানার এসআই মোঃ শাহজাহান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের চাপিলা গ্রামের ইমাম উদ্দিন ঢালীর ছেলে শাহরিয়ার তানিম ঢালী (২৮) ও বাগাদী ইউনিয়নের নিজগাছতলা এলাকার শাখাওয়াত পাটওয়ারীর ছেলে রাসেল পাটওয়ারী (২৫)।
বাদী এসআই শাহজাহান জানান, সারাদেশের ন্যায় চাঁদপুরে রবিবার হরতালে বিভিন্ন স্থানে নাশকতার চেষ্টা করে। নাশকতার চেষ্টাকালে হাতেনাতে তানিম ও রাসেলকে গ্রেফতার করা হয়।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।
ফম/এমএমএ/