চাঁদপুরে বাস্কেটবলের ৭দিন ব্যাপী প্রশিক্ষনের উদ্ধোধন

চাঁদপুরে বাস্কেটবল প্রশিক্ষনের উদ্ধোধনী অনুষ্ঠানে জাতীয় প্রশিক্ষক ওয়াসিফ আলীকে শুভেচ্ছা জানাচ্ছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক গোলাম মোস্তফা বাবু সহ সাবেক বাস্কেটবল খেলোয়াড়রা।

চাঁদপুর: চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে চাঁদপুর সরকারী কলেজ বাস্কেটবল মাঠে ৭দিন ব্যাপী বাস্কেটবল প্রশিক্ষনের উদ্ধোধন করা হয়েছে। ব্যবস্থাপনায় রয়েছেন বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন। প্রশিক্ষনের দায়িত্বে রয়েছেন জাতীয় বাস্কেটবল প্রশিক্ষক ওয়াসিফ আলী।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক ( সাবির্ক ) বশির আহমেদের প্রতিনিধি জেলা ক্রীড়া অফিসার তারিকুল ইসলাম উদ্ধোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক গোলাম মোস্তফা বাবু, সাবেক বাস্কেটবল খেলোয়াড় ও জেলা বাস্কেটবল দলের প্রধান সম্বনয়কারী মনোয়ার চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার বাস্কেটবল উপকমিটির সম্পাদক ও সাবেক বাস্কেটবল খেলোয়াড় অ্যাডঃ নুরুল আমিন খান আকাশ, চাঁস’কের ব্যবস্থাপনা বিভাগের সহযাগী অধ্যাপক কিউ,এম হাসান শাহরিয়ার, সাবেক বাস্কেটবল খেলোয়াড় লায়ন মাহমুদুল হাসান বিপু, জেলা দলের কোচ আকরামুল হাসানাত ঐশি^, টিম ম্যানেজার রনি কুড়ি সহ প্রশিক্ষনে অংশ নেয়া ১৫ জন বালক।

জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক গোলাম মোস্তফা বাবু এ প্রতিবেদককে জানান জাতীয় ক্রীড়া পরিষদ ও বাস্কেটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ৭দিনের প্রশিক্ষন শুরু হয়েছে। এই প্রশিক্ষনটি জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আরো ৭দিন বাড়িয়ে ১৫দিন ব্যাপী হতে পারে।

ফম/এমএমএ/

চৌধুরী ইয়াসিন ইকরাম | ফোকাস মোহনা.কম