চাঁদপুরে বাসের ধাক্কায় নারী পথচারীর মৃত্যু

চাঁদপুর: চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের ঘোষেরহাটে রাস্তা পারাপারের সময় রিলাক্স পরিবহনের একটি বাসের ধাক্কায় জাহানারা বেগম নামে পথচারী নারীর মৃত্যু হয়েছে। ওই নারী পেশায় ভিক্ষুক ছিলেন বলে জানাগেছে।

শুক্রবার (১৮ মার্চ) সকাল সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের বটতলী নামকস্থানে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

রিলেক্স বাসটি জব্দ করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহরিন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, বাবুরহাটের পরে বটতলী নামক স্থানে রাস্তা পারাপারের সময় কুমিল্লা -চাঁদপুর রুটে চলাচলকারী রিলাক্স পরিবহনের বাস দুর্ঘটনায় জাহানারা বেগম নামে এক নারী পথচারীর মৃত্যু হয়। আমরা মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেছি এবং বাসটি জব্দ করা হয়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

খোঁজ নিয়ে জানাগেছে, নিহত জাহানারা বেগমের স্বামী সন্তান বলতে কেউ নেই। তিনি ভিক্ষা করে জীবন চালাতেন। ফেসবুকে ছবি দেখে নিহতের বোনের ছেলে থানায় এসে লাশ সনাক্ত করেন।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম