চাঁদপুরে বসুন্ধরা শুভসংঘের শিক্ষা উপকরণ বিতরণ

চাঁদপুর: বসুন্ধরা শুভসংঘ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে শতাধিক মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

রোববার (২ মার্চ) সকালে শহরের জিটি রোডস্থ আনোয়ারা-মতিউর মডেল মাদ্রাসার শিক্ষার্থীর মধ্যে এই উপকরণ বিতরণ করা হয়।

শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন বসুন্ধরা শুভসংঘ জেলা সভাপতি আরমান চৌধুরী রবিন। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসাইন।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুর রহমান গাজীর সঞ্চালনায় আরও বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ও কালের কণ্ঠ চাঁদপুর জেলা প্রতিনিধি ফারুক আহাম্মদ।

বক্তারা বলেন, মাদ্রাসার কোমলমতি শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ একটি ব্যতিক্রমী উদ্যোগ। এতে করে শিক্ষার্থীরা পড়ালেখায় আরো উৎসাহিত হবে। এটি মানবিক কাজে সংগঠনের প্রশংসনীয় কর্মসূচি। এ ধরনের কর্মসূচি শিশুদের লেখাপড়ায় আরো উৎসাহিত করবে। আরো বড়ো পরিসরে মানবতার কাজে বসুন্ধরা শুভ সংঘকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

বসুন্ধরা শুভ সংঘ জেলা শাখার সহ-সভাপতি মো. হুমায়ুন পাটওয়ারী, যুগ্ম সম্পাদক মুহাম্মদ জসীম উদ্দিন, মনির হোসেন,  কার্যকরী সদস্য শিল্পী সেন, মাদ্রাসা শিক্ষক ও অভিভাবকগণ এসময় উপস্থিত ছিলেন।

বিতরণকৃত শিক্ষা উপকরণের মধ্যে ছিল : টিফিন বক্স, জ্যামিতি বক্স, পানির ফ্লাক্স, খাতা, পেন্সিল, রাবার ইত্যাদি।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম