চাঁদপুরে বন্যার্তদের সেনাবাহিনীর গৃহনির্মাণ সামগ্রী ও নগদ অর্থ প্রদান

চাঁদপুর :  বন্যা পরবর্তী পূণর্বাসনে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বন্যার্তদের জন্য এগিয়ে এসেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর সেনাবাহিনী ক্যাম্প কর্তৃক বেশ কিছু বন্যার্ত পরিবারের মাঝে গৃহনির্মাণ সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়।

প্রধান অতিধি হিসেবে উপস্থিত থেকে ব্রিগেডিয়ার জেনারেল মো. ফারুক হাওলাদার (কমান্ডার, ৪৪ পদাতিক ব্রিগেড) এসব বন্যা দুর্গত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও প্রত্যেক পরিবারকে নগদ অর্থ বিতরণ করেন।

এ সময় মেজর মো. মোয়াজ্জেম হোসেন (ভারপ্রাপ্ত অধিনায়ক, ২১ বীর), মেজর কাজী গোলাম শাহাদাত (ব্রগেড মেজর,৪৪ পদাতিক ব্রিগেড), ক্যাপ্টেন মো. রিফাত আল আসমাউল (ক্যাম্প কমান্ডার,শাহরাস্তি আর্মি ক্যাম্প) ও শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসির আরাফাত উপস্থিত ছিলেন।

মেজর মো. মোয়াজ্জেম হোসেন বলেন,শাহরাস্তি উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতির কারণে এই এলাকায় জানমালের বেশ ক্ষয়ক্ষতি পরিলক্ষিত হয়। এ জন্য আমরা গত ২৪ আগষ্ট থেকে চাঁদপুর আর্মি ক্যাম্প হতে শাহরাস্তি উপজেলায় বিপুল পরিমাণে ত্রাণ বিতরণ অভিযান পরিচালনা করার পাশাপাশি পূণর্বাসনে এগিয়ে এসেছি।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম