চাঁদপুরে বজ্রপাতে দিন মজুরের মুত্যু

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নে বাগানে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মো. হাসান মিজি (৪৫) নামে দিনমজুরের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ মে) বিকাল ৩টার দিকে ইউনিয়নের পশ্চিম ছোট সুন্দর গ্রামের গফুর মিয়াজী বাড়ীতে এই ঘটনা ঘটে। হাসান মিজি ওই বাড়ীর মৃত মো. কামাল উদ্দিন মিজির ছেলে। তিনি পেশায় দিন মজুর ছিলেন।

মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন রামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আল মামুন পাটওয়ারী। তিনি বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি তিনি আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয়েছে।

নিহত হাসান মিজির ভাতিজা রামপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ মারুফ মিজি বলেন, ঝড়ের সময় তিনি বাড়ির পাশের বাগানে আম কুড়াতে গিয়ে হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। তিনি এক ছেল ও দুই মেয়ে সন্তানের জনক।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম