চাঁদপুর : বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ,চাঁদপুর জেলা শাখার উদ্যোগে ৬ মে সন্ধ্যায় সাহিত্য একাডেমী চাঁদপুর মিলনায়তনে রবীন্দ্র জয়ন্তী উদযাপন করা হয়েছে।
এতে সংগঠনের সভাপতি মুক্তা পীযূষ সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বাংলা একাডেমির উপ-পরিচালক ড. শাহাদাৎ হোসেন নিপু।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাহিত্য একাডেমী চাঁদপুরের মহা পরিচালক ও সংগঠনের প্রধান উপদেষ্টা কাজী শাহাদাত, সম্মিলিত সাংস্কৃতিক জোট চাঁদপুরের সভাপতি তপন সরকার, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন ও সংগঠনের অন্যতম উপদেষ্টা ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মিঠুন বিশ্বাস। আলোচনা শেষে সংগঠনের শিল্পীরা গানে ও আবৃত্তিতে রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা জানায়।
ফম/এমএমএ/