চাঁদপুর: ২৫০ শয্যা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে লোকবল নিয়োগ হবে এমন ভুয়া নিয়োগি বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করেছে।
এই বিষয়ে বুধবার (২৪ জানুয়ারি) হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ এ.কে.এম. মাহবুবুর রহমান চাঁদপুর সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন। এতে উল্লেখ করা হয়, গত কয়েকদনি যাবৎ ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতালের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম জব ইন চাঁদপুর নামে একটি ফেসবুক পেজে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছো।
একটি প্রতারক চক্র জনগণকে বিভ্রান্ত করে অর্থ আত্মসাতের হীন উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তি প্রকাশ করছে। বিষয়টি সাধারণ ডায়েরী হিসেবে অন্তর্ভুক্তকরণ ও তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক।
ফম/এমএমএ/