চাঁদপুরে ফটো জার্নালিস্ট এসোসিয়েশন নির্বাচনে ২২ জনের মনোনয়নপত্র সংগ্রহ

চাঁদপুর:  বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার ২০২৫ এর নির্বাচন আগামী ৩০ জুন। নির্বাচনের তফসিল অনুযায়ি ২১ ও ২২ জুন ছিলো মনোনয়নপত্র সংগ্রহের দিন। দুই দিনে ১৫ পদের বিপরীতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ২২জন প্রার্থী।

রোববার (২২ জুন) রাত ৯টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে খুবই আনন্দঘন পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহের কার্যক্রম সম্পন্ন হয়। প্রার্থীদের হাতে মনোনয়নপত্র তুলেদেন প্রধান নির্বাচন কমিশনার আলম পলাশ, নির্বাচন কমিশনার গোলাম মোস্তফা ও মো. মাসুদ আলম।

সভাপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন চৌধুরী ইয়াছিন ইকরাম, সিনিয়র সহ-সভাপতি কেএম সালাহউদ্দিন ও এসএম সোহেল, সহ-সভাপতি পদে মাজহারুল ইসলাম অনিক, সাধারণ সম্পাদক পদে শাওন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সম্পাদক শরীফুল ইসলাম, যুগ্ম সম্পাদক সজিব খান ও মো. বাদশা ভুঁইয়া।

সাংগঠনিক সম্পাদক পদে মো. আব্দুর রহমান ও সাইদু হোসেন অপু, কোষাধ্যক্ষ পদে শেখ আল মামুন ও মো. ইব্রাহীম খান, দপ্তর সম্পাদক পদে মানিক দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে শাহরিয়ার খান কৌশিক ও আনোয়ারুল হক, সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে ইমাম হোসেন গাজী।

কার্যনির্বাহী সদস্য পদে এমএ লতিফ, সাইফুল আজম, কে এম মাসুদ, অভিজিত রায়, মিজানুর রহমান লিটন, জামাল আহমেদ আখন্দ।

সোমবার (২৩ জুন) ও মঙ্গলবার (২৪জুন) দুই দিন মনোনপত্র জমা দেয়ার নির্ধারিত তারিখ। মনোনয়নপত্র যাচাই-বাছাই : ২৫.০৬.২০২৫ সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত। বাতিলকৃত প্রার্থিতার বিষয়ে শুনানি ২৫.০৬.২০২৫ (রাত ৮টা থেকে রাত ৯টা)। মনোনয়নপত্র প্রত্যাহার ২৬ জুন ২০২৫ সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম