চাঁদপুর: চাঁদপুরে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার (৯ মার্চ) সকালে সকালে চাঁদপুর স্টেডিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমতিয়াজ হোসেন।
তিনি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আজকের এই ক্রিকেট লীগসহ বিভিন্ন খেলাধুলার আয়োজনে শিক্ষামন্ত্রী সহযোগিতা আমাদের মধ্যে অনুপ্রেরণা যোগায়। খেলাধুলার মাধ্যমে মানুষের শারীরিক গঠন ও মস্তিষ্কের মধ্যে থাকা বিভিন্ন দুশ্চিন্তা দূর করে। আমাদের চাঁদপুরের খেলোয়ারদের মধ্যে রয়েছে সাকিবুল হাসান ও মাশরাফির মত অনেক যুব প্লেয়ার। যদি খেলোয়াড়রা মনোযোগ সহকারে খেলাধুলোর প্র্যাকটিস করে তাহলে একসময় বিশ্বে চাঁদপুরের ছেলেরা সুনাম বয়ে আনতে পারবে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু সঞ্চালনার দায়িত্ব পালন করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মো. তারিকুল ইসলাম, ক্রীড়া সংস্থার সহ-সভাপতি বাবু তমাল কুমার ঘোষ, নির্বাহী সদস্য আবু নাছের বাচ্চু পাটোয়ারী, চাঁদপুর পৌর কাউন্সিলর ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য এডভোকেট হেলাল হোসেন, মনোয়ার হোসেন চৌধুরী, হাসান ইমাম বাদশা, চাঁদপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তপন চন্দ্র,হাজীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা সেক্রেটারি শাহজাহান তালুকদার শাহা, চাঁদপুর ভাই ভাই স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান বাদল, গভর্নিং বডির মহাসচিব মুহাম্মদ জাকারিয়া ভুঁইয়া, কর্মকর্তা পারভেজ মাহমুদ প্রমুখ।
ক্রিকেট লীগে আবাহনী ক্রীড়া চক্র,শেখ রাসেল,ভাই ভাই স্পোর্টিং ক্লাব, নিতাইগঞ্জ ক্রীড়া চক্র, উদয়ন ক্লাব,ক্রীকেট কুচিং সেন্টার, ক্রীকেট একাডেমি, চাঁদপুর ইয়থ ক্লাব অংশ গ্রহণ করেন।
ফম/শাপ/