চাঁদপুর : সারা দেশে একযোগে পালিত হয়েছে “জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন”। এ উপলক্ষ্যে শনিবার (১ জুন) সকাল ৯ টায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চাঁদপুর এর ইপিআই সেন্টারে “জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন” এর উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।
এসময় সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন ও চাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবুল কালাম ভূঁইয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
রাতে সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, জেলার ৮ উপজেলা ও দুই পৌরসভায় মোট ৩ লাখ ৪৭ হাজার ৯শ’ ৪৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ছিল।
৬ থেকে ১১ মাস বয়সী মোট ৩৮ হাজার ১শ’ ৮৯ জন শিশু এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী মোট ৩ লাখ ১৩ হাজার ৭শ’ ৯১ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। জেলার মোট ২৩৩২টি কেন্দ্র। ১ জুন সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম চলে। এ বছর ৯৯ ভাগ লক্ষমাত্রা অর্জন হয়।
আরো জানা যায়, ভিটামিন ‘এ’ শিশুর অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ করে, শিশুর শারীরিক বিকাশে সাহায্য করে, ভিটামিন এ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায়।
ফম/এমএমএ/