
চাঁদপুর: চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় শিরোপা জয়লাভ করেছেন গণি মডেল আদর্শ উচ্চ ( হাই স্কুল ) বিদ্যালয়।
শনিবার (১৬ এপ্রিল) অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা শক্তিশালি আল আমিন একাডেমীর সাথে ৯৩ রানে জয়ী হন।
খেলা শেষে শিরোপা জয়ী ও রানার আপ দল এবং ম্যাচে সর্ব্বোচ রান অজর্নকারী আয়ানের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোচ শামিম ফারুকী। এ সময় গনি স্কুলের কোচ ও ক্রিকেটার পলাশ কুমার সোম , সহকারী কোচ নাছির এবং আলআমিন একাডেমীর কোচ জয়নাল আবেদীন সহ দু’দলের খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
শনিবার চাঁদপুর স্টেডিয়ামে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় গনি আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় টসে জয়লাভ করে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। গনি আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় ৪৯ ওভার ১ বলে সবক’টি উইকেট হারিয়ে ২২৭ রান করেন। দলের পকে ব্যাট হাতে অপারাজিত মুশফিক হাসান ৯৫ ও মাহমুদুল ৪৭ রান করেন। বল হাতে আল আমিন একাডেমির ইলিয়াস ২৯ রানে ৩ ও আলি ৩১ রানে ৩টি উইকেট লাভ করেন।
আল আমিন একাডেমি ২২৮ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নামেন। তারা ৪৩ ওভারে ১৩৪ রানের বিনিময়ে সবক’টি উইকেট হারিয়ে ফেলেন। দলের পক্ষ ব্যাট হাতে ইনজামাম ৭২ বলে ৪২ এবং তানভীর ৩০ বলে ১৭ রান করেন। গনি স্কুলের পক্ষে বল হাতে মাহমুদুল হাসান ২২ রানে ৪টি ও ইসহাত ২৩ রানে ২টি উইকেট লাভ করেন। গনি আদর্শ উচ্চ বিদ্যালয় ৯৩ রানে জয় লাভ করেন।
ফম/এমএমএ/চৌইই/