চাঁদপুরে প্রধানমন্ত্রীর খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রয়

চাঁদপুর: “শেখ হাসিনার বাংলাদেশ,ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই  প্রকল্পের আওতায় চাঁদপুর সদর উপজেলার ৭ নং তরপুরচন্ডী ইউনিয়নে সরকার ঘোষিত খাদ্য অধিদপ্তর কতৃক পরিচালিত খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে চাল বিক্রির কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (২২ আগস্ট) সকাল ১১ টায় মধ্য তরপুরচন্ডী আলী দাখিল মাদ্রাসা মাঠে  আরশ এন্টারপ্রাইজের মাধ্যমে এই কর্মসূচির চাল বিতরন করা হয়।

২৬২ জন উপকারভোগী মানুষের মাঝে ১৫ টাকা কেজি দরে ৬০ কেজি করে চাল বিক্রি করা হয়।

এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলো সদর উপজেলা যুবলীগের আহবায়ক এ্যাডঃ হুমায়ূন কবির সুমন, উপজেলা ট্যাগ অফিসার পারভিন বেগম,আরশ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও ডিলার, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক  ওমর ফারুক  আজমির গাজী,ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি সদস্য আরশাদ মোল্লা, ইউপি সদস্য রাসেল কাজী,ইউপি সদস্য সোবহান গাজী, সাবেক ইউপি সদস্য হাশিম খন্দকার, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সাইফুল তালুকদার, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জি এম শামীমসহ উপকারভোগীরা।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম