চাঁদপুরে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবা প্রদান

চাঁদপুর : চাঁদপুরে উন্নত চিকিৎসাবঞ্চিত জনগোষ্ঠিকে চিকিৎসাসেবা দিয়েছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং মজুমদার রাবেয়া মতিন কল্যাণ ফাউন্ডেশন। অসহায় মানুষদের নগদ অর্থ সহায়তাও করা হয়েছে।

জানাযায়, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ৩ সপ্তাহ আগে চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের সাপদী গ্রামে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে পরিবেশ সংরক্ষণে কাজ করা প্রতিষ্ঠান প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং মজুমদার রাবেয়া মতিন কল্যাণ ফাউন্ডেশন।

এবার ফলোআপ চিকিৎসা সেবা নিতে আসেন সুবিধাবঞ্চিত মানুষ। সাধ্যের অভাবে যারা ঢাকায় উন্নত চিকিৎসা সেবা নিতে পাছেন না তাদের জন্যই এই ম্যাডিকেল ক্যাম্প। ব্যবস্থাপত্রের সাথে বিনামূলে ওষুধদেয়া হয়।

চিকিৎসা সেবা ছাড়াও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। মেডিকেল ক্যাম্পে ৬২ রকমের ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও রোগীদের ফলোআপ চিকিৎসা দেওয়ার কথা জানিয়েছেন আয়োজকরা।

প্রসঙ্গত চাঁদপুরে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং মজুমদার রাবেয়া মতিন কল্যাণ ফাউন্ডেশনের চিকিৎসাসেবা ।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম