চাঁদপুরে পূজা মন্ডপগুলোর সর্বোচ্চ সতকর্তায় আইন শৃঙ্খলা বাহিনী

পুলিশ ও আনসার সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য দেন চাঁদপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত। ছবি: ফোকাস মোহনা.কম

চাঁদপুর: হিন্দু ধর্মালম্বীদের সবচাইতে বড় উৎসব সারদীয় দুর্গা পূজা উপলক্ষে চাঁদপুরের মন্দিরগুলোর নিরাপত্তায় সতর্ক অবস্থান নিয়েছে জেলা পুলিশ ও আনসার সদস্যরা।

পূজায় নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম এর নির্দেশে চাঁদপুর সদর উপজেলার চল্লিশটি পূজা মন্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে পুলিশ ও আনসার মোতায়েন করা হয়েছে।

দুর্গাপূজা শুরুর পূর্বেই সদরের জন্য আনসার বাহিনী ৪০ জন ও চাঁদপুর মডেল থানা ৪৮ জন পুলিশ সর্বদা এই চল্লিশটি পূজা মন্ডপে নিরাপত্তায় কাজ করবে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে চাঁদপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত পূজা মন্ডপে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্য আনসার ও পুলিশদের দিক নির্দেশনা প্রদান করেন।

এ সময় চাঁদপুর সদর মডেল থানার (ওসি) শেখ মো. মুহসীন আলম, পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক, পুরান বাজার পুলিশ ফাঁড়ি ইনচার্জ রাজীব শর্মা, নতুন বাজার ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর অলিউল্লাহসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

চাঁদপুর সদর মডেল থানার ওসি শেখ মো. মুহসীন আলম জানান, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশের মানুষ যার যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালনে বিশ্বে নজির রেখেছে। দেশে এই ধারা অব্যাহত থাকবে। সকল উৎসব এদেশের জনগণ শান্তিতে পালন করবে। আর একাজে পুলিশ প্রশাসন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।

বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ জানান, পূজামণ্ডপে যেন কোনও ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, সেজন্য উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতাদেরকে সজাগ দৃষ্টি রাখার জন্য বলা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, এ বছর জেলার ৮ উপজেলায় এ বছর ২২৪ মণ্ডপে হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৪০ পূজামণ্ডপ, শাহরাস্তি উপজেলার ১৭, ফরিদগঞ্জ উপজেলা ১৯, হাজীগঞ্জ উপজেলার ২৭, হাইমচর উপজেলার ৫, মতলব উত্তর উপজেলার ৩০, মতলব দক্ষিণ উপজেলার ৩৫ ও কচুয়া উপজেলার ৪১ পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপন হবে।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম