চাঁদপুরে পূজা উদযাপন পরিষদের বিক্ষোভ

চাঁদপুর : রাজধানী ঢাকার মিরনজিল্লাসহ হরিজন পল্লীর বাসিন্দা, দেশের নানা স্থানে ধর্মীয় সংখ্যালঘুদের উচ্ছেদ ও ভূমি দখলের অবসান এবং নির্যাতন নিপীড়ন অবিলম্বে বন্ধের দাবিতে কেন্দ্রীয় পূজা পরিষদ গৃহীত কর্মসূচি অংশ হিসেবে চাঁদপুরে সংখ্যালঘু সম্প্রদায় বিক্ষোভ ও সমাবেশ করেছে।

শনিবার  (১৩ জুলাই) বিকেলে শহরের বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদ মোড়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁদপুর জেলা শাখা এই বিক্ষোভ ও সমাবেশের আয়োজন করে। এতে হরিজন সম্প্রদায়সহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নারী ও পুরুষরা অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, হরিজন সম্প্রদায়সহ সংখ্যালঘু সম্প্রদায়ের সকলেই এদেশের নাগরিক। অথচ বিভিন্ন সময় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন বারবার নির্যাতনের শিকার হচ্ছে। তাদেরকে বসতভিটা থেকে উচ্ছেদ করার মতো ঘটনা ঘটেছে। বিশেষ করে হরিজন সম্প্রদায় শত শত বছর ধরে এদেশে বসবাস করছে। পরিবেশ দূষণের হাত থেকে দেশকে বাঁচাতে হরিজন সম্প্রদায়ের ব্যাপক অবদান রয়েছে। দেশের প্রতিটি নগর-মহানগর পরিস্কার পরিচ্ছন্নতার মতো কঠিন কাজটি হরিজন সম্প্রদায়ের লোকজই করছেন।

বক্তারা আরো বলেন, এই দেশে বসবাসরত সকল সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত এবং যৌক্তিক দাবি গুলো মেনে না নেয়া পর্যন্ত আমাদের আন্দোলন ও প্রতিবাদ অব্যাহত থাকবে।

সমাবেশে বক্তব্য দেন, চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল সাহা, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লক্ষন চন্দ্র সূত্রধর, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরেশ মালাকার, সাধারণ সম্পাদক কার্তিক সরকার। সমাবেশ সঞ্চালনায় ছিলেন সুমন সরকার জয়।

ফম/এমএমএ/

শেখ আল মামুন | ফোকাস মোহনা.কম