চাঁদপুর: চাঁদপুরে স্থানীয় দৈনিক পত্রিকার সহ-সম্পাদকদের জন্য প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র আয়োজনে দুই দিনব্যাপী সাংবাদিকতার বিভিন্ন বিষয়ে সংবাদ সম্পাদনা বিষয়ক প্রশিক্ষনের উদ্বোধন হয়েছে। প্রশিক্ষণে ৩৫ জন সাংবাদিক অংশগ্রহন করেন।
বুধবার (৭ ডিসেম্বর) সকালে চাঁদপুর প্রেসক্লাবের তৃতীয় তলার মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র মনোনিত প্রশিক্ষক ও দৈনিক প্রথম আলোর ডেপুটি নিউজ এডিটর কাজী আলিম-উজ-জামান।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেলে প্রশিক্ষণ সম্পন্ন হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভপতি গিয়াস উদ্দিন মিলন ও সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস।
প্রশিক্ষনের উদ্দেশ্য হচ্ছে চাঁদপুরে কর্মরত স্থানীয় বিভিন্ন দৈনিকের সহ-সম্পাদকদের প্রশিক্ষনের মাধ্যমে দক্ষকরে তোলা। এ জন্য সহ-সম্পাদকদের সম্পাদনার বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত করা এবং দক্ষতা বৃদ্ধিতে চর্চার মাধ্যমে উদ্বুদ্ধকরন।
প্রশিক্ষক কাজী আলিম-উজ-জামান অত্যান্ত প্রানবন্ত ভাবে তার প্রতিটি পর্বে বিষয় নিয়ে সংবাদ সম্পাদনার কলা কৌশল নিয়ে ব্যাপক আলোকপাত করে উপস্থিত সকলকে সংবাদ সম্পাদনা বিষয়ে ধারণা দিতে সক্ষম হন। এ ছাড়াও তিনি সংবাদ কাঠামো তৈরির কৌশল, জটিংস প্রদর্শন ও পর্যালোচনা, ষড়ক বিন্যাস, সংবাদ শিরোনাম তৈরির কৌশল,কলাম নির্দেশনা ও সজ্জা,সংবাদ শিরোনাম লেখা, আকর্ষনীয় শিরোনাম তৈরির কৌশল নিয়েও অংশগ্রহনকারীদের ধারণা গ্রহনের উপর মূল বক্তব্য রাখেন এবং হাতে-কলমে লেখা, বিশ্লেষণ ও মতামত প্রদান করেন।
প্রশিক্ষণের বিষয়ের উপর বিভিন্ন প্রশ্নপত্র পর্বে অংশ গ্রহন করেন, প্রেসক্লাবের সদস্য অধ্যক্ষ মো: দেলোয়ার আহমেদ, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: সোহেল রুশদী, প্রেসক্লাব সহ-সভাপতি রহিম বাদশা, দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি মোহাম্মদ শওকত আলী, চাঁদপুর সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: আবদুর রহমান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ্, লক্ষন চন্দ্র সূত্রধর, দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: বোরহান উদ্দিন ডালিম, ইলশেপাড় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মো: মাহবুবুর রহমান সুমন, দৈনিক চাঁদপুর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কেএম মাসুদ, দৈনিক একাত্তর কন্ঠের সম্পাদক ও প্রকাশক মো: জিয়াউর রহমান বেলাল, সাংবাদিক মোরশেদ আলম রোকন, হাবিব খান, হাসান মাহমুদ, দৈনিক সুদীপ্ত চাঁদপুর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এমআর ইসলাম বাবু, দৈনিক চাঁদপুর প্রবাহ পত্রিকার বার্তা সম্পাদক আল-ইমরান শোভন, দৈনিক চাঁদপুর প্রতিদিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ইব্রাহিম রনি, সাংবাদিক একে আজাদ, দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার বার্তা সম্পাদক মিজান লিটন, মেঘনা বার্তার বার্তা সম্পাদক আনোয়ারুল হক, সাংবাদিক নজরুল ইসলাম আতিক ও কেএম সালাউদ্দিন প্রমুখ।
ফম/এমএমএ/