চাঁদপুরে পাচারকালে ১২মণ জাটকা জব্দ, চালকের অর্থদন্ড

ছবি: সংগ্রহীত।

চাঁদপুর : চাঁদপুর শহরের বড় স্টেশন মাছঘাট থেকে মিনি পিকআপ ভ্যানে পাচারকালে ৫০০ কেজি (সাড়ে ১২মণ) জাটকা জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। অবৈধভাবে জাটকা পাচারের ধায়ে পিকআপের চালক সোলেমানকে ৫ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (১ ফেব্রুয়ারি) বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (উএওন) সানজিদা শাহনাজ।

রাতে চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান এসব তথ্য জানান।

তিনি বলেন, বিকেলে মিনি পিকআপ ভ্যানে করে জাটকাগুলো পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে শহরের মিশন রোড এলাকায় জব্দ করে উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যবৃন্দ। পরে জাটকাসহ পিকআপ ভ্যানটি সদর উপজেলা পরিষদ এর সামনে নিয়ে যাওয়া হয়। সেখানে ভ্রাম্যমান আদালতে চালককে ৫হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়।

তিনি আরো বলেন, জব্দকৃত জাটকাগুলো পরবর্তীতে চাঁদপুর সরকারি শিশু পরিবার ও তিনটি এতিমখানায় বিতরণ করা হয়।
বিতরণকালে মৎস্য অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক মো. আবদুস ছাত্তার, চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা মো. জামিল হোসেনসহ পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম