চাঁদপুরে পলিথিন ব্যাবহার বন্ধ কার্যক্রমে বিচারকসহ আইনজীবীরা

সম্মিলিতভাবে পলিথিন এবং প্লাস্টিকের ব্যবহার জিরোতে নামিয়ে আনতে হবে :  সিনিয়র জেলা ও দায়রা জজ মহসিনুল হক

চাঁদপুর: চাঁদপুরে পলিথিন ব্যবহার বন্ধ ও পরিষ্কার পরিচ্ছন্নতায় সচেতনতা কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রমে অংশ নেন সিনিয়র জেলা ও দায়রা জজ (বিচারক), জেলা ম্যাজিষ্ট্রেট, পুলিশ সুপার, বিচার বিভাগসহ আইনজীবীরা।

‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এই প্রতিপাদ্যে চাঁদপুর আদালত চত্বরে ময়লা-আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়।

জেলা জজ শীপ, জেলার জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শীপের পক্ষ থেকে আদালত প্রাঙ্গনসহ বিভিন্ন স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পালন করা হয়।

রবিবার (২৭ অক্টোবর) সকালে বিচার বিভাগের আয়োজনে আদালত চত্বরেই এই কর্মসূচির উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মহসিনুল হক।

তিনি বক্তব্যে বলেন, সম্মিলিতভাবে আমরা আদালত অঙ্গনটাকে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখতে চাই,। শুধু আমাদের আঙ্গিনাটাই পরিষ্কার-পরিচ্ছন্নতা নয়। চাঁদপুর জেলার ৮ উপজেলার বিভিন্ন স্থানে যে যে কর্মক্ষেত্রে আছি প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে এ কাযক্রম চালিয়ে যেতে হবে। সম্মিলিতভাবে পলিথন ও প্লাস্টিকের ব্যবহার জিরোতে নামিয়ে আনতে হবে। সরকার দৃঢ প্রত্যয় নিয়ে যে উদ্যোগ নিয়েছে এ উদ্যোগ সফল করার জন্য সকলেরই সহযোগিতার প্রয়োজন।

জেলা প্রশাসক মোহসীন উদ্দিন বক্তব্যে বলেন, প্লাস্টিক ও পলিথিন ব্যবহার আমাদের বন্ধ করতে হবে। আমরা পলিথিনও প্লাস্টিকের কোন কিছু ব্যবহার করব না। জেলা জজশীপের পক্ষ এ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে এটাকে ভালো দিক । জেলা জজ আদালত প্রাঙ্গণ ও আমাদের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে ক্যাপম্পেইনের উদ্বোধনের মূল লক্ষ্য হচ্ছে এখানে সেবা নিতে আশা বিভিন্ন পেশার মানুষকে প্লাস্টিক ও পলিথিন সম্বন্ধে সচেতনতা করা। প্লাস্টিক ও পলিথিনকে অপসারণ করতে হবে ।

পরে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মহসিনুল হকের নেতৃত্বে অনুষ্ঠানের অতিথি সহ আদালত চত্বরসহ আশপাশের বিভিন্ন ঝোপ-ঝাড় কেটে ও মাঠের ময়লা আবর্জনা ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হয়।

এ সময় বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মুহম্মদ আবদুর রকিব, জেলা জজ আদালতের ( প্রসিকিউটর) পিপি অ্যাড. কুহিনূর বেগম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মাইনুল ইসলাম।

উপস্থিত ছিলেন স্পেশাল পিপি অ্যাড.শামসুল ইসলাম মন্টু, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড: আব্দুল্লাহ আল মামুন, অ্যাড. এ জেড এম রফিকুল হাসান রিপন,  লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী অ্যাড. নুরুল হক কমলসহ চাঁদপুরের বিচার বিভাগের কর্মরত বিচারক, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও আইনজীবী সমিতির সদস্যরা।

পরিষ্কার পরিচ্ছন্নতার কাজের সহযোগিতা ছিলেন বিডি ক্লিনিক চাঁদপুরের সদস্যরা।

ফম/এমএমএ/