চাঁদপুরে নৌ পুলিশের অভিযানে ৪১ জেলে গ্রেপ্তার

চাঁদপুর :  জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় নৌ পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় গত ১ মার্চ থেকে ১১ মার্চ পর্যন্ত নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলাধীন লক্ষ্মীপুর, শরীয়তপুর ও চাঁদপুর জেলার অভয়াশ্রম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শুধুমাত্র চাঁদপুর অভয়াশ্রম এলাকায় গ্রেপ্তার হয়েছে ৪১ জেলে।

বুধবার (১২ মার্চ) দুপুরে নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

প্রাপ্ত তথ্যে জানাগেছে, চাঁদপুর জেলার একটি থানা ও পাঁচটি নৌ পুলিশ ফাঁড়ির অভিযানে পদ্মা ও মেঘনা নদী থেকে ১ কোটি ৩৮ লাখ ৭৯ হাজার মিটার অবৈধ জাল, ২ হাজার ৫০৩ কেজি মাছ, ২৫টি নৌকা জব্দ করা হয় এবং ৪১ জন আসামি গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ২৩টি মামলা রুজু করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নৌ পুলিশের এই অভিযানের ফলে বিপুল পরিমাণ ইলিশসহ নদীর জীববৈচিত্র রক্ষা পেয়েছে। দেশের মৎস্যসম্পদ সুরক্ষায় নৌ পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম