চাঁদপুরে নোংরা পরিবেশে ফুসকা তৈরি, ১০ হাজার টাকা জরিমানা

চাঁদপুর: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের মোবাইল টিম শহরের ট্রাকরোডে মায়ের দোয়া নামের ফুসকা কারখানায় অভিযান চালিয়েছে।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টার সময় ওই কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
সহকারী পরিচালক নুর হোসেন জানান, অভিযান পরিচালনাকালে পরিলক্ষিত হয় যে উক্ত প্রতিষ্ঠানের কোন বৈধ কাগজপত্র নেই। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ফুসকা বানানো হচ্ছে, কারখানা নাম ঠিকানা নেই,প্যাকেটের গায়ে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ এবং সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য নেই। ভোক্তা অধিকার লঙ্ঘণজনিত কারনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে এবং চাঁদপুর জেলা প্রশাসক মহোদয়ের সার্বিক নির্দেশনা মোতাবেক উক্ত প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন।
অভিযান পরিচালনায় সহায়তা করেন চাঁদপুর জেলা স্যানিটারি ইন্সপেক্টর নীনা আক্তার। আইন শৃংখলা রক্ষায় সহযোগিতায় ছিল চাঁদপুর জেলা পুলিশের একটি চৌকশ টিম।
জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম