চাঁদপুরে নিষেধাজ্ঞার পরও চলছে মা ইলিশ শিকার

চাঁদপুর: প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা থাকলেও চাঁদপুর মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় চলছে মা ইলিশ শিকার। প্রশাসনকে ফাঁকি দিয়ে রাতের আঁধারে এবং দিনের বেলায় প্রকাশ্যে নদীতে নিষিদ্ধ কারেন্টজাল ফেলে ইলিশ শিকার করা হচ্ছে।

সম্প্রতি সময়ে হাইমচর উপজেলার কাটাখালি লঞ্চঘাট এলাকায় জেলেদের মাছ শিকারের এমন চিত্র ধারণ করেছে স্থানীয়রা। এছাড়াও সদর উপজেলার রনাগোয়াল থেকে শুরু করে আখনের হাট পর্যন্ত গোপনে ইলিশ শিকার ও বিক্রির অভিযোগ উঠেছে।

নির্ভরযোগ্য সূত্রে জানাগেছে, এক কেজির কম ওজনের ইলিশের হালি ১৫-১৬শ’ টাকা। ১ কেজির বেশী ওজনের ইলিশের হালি ১৮শ’ থেকে ২ হাজার টাকা।

মেঘনায় টাস্কফোর্সের অভিযান থাকলেও বিশাল এই নদী এলাকায় এক শ্রেনীর অসাধু জেলে মা ইলিশ আহরণ বন্ধ করেনি। তারা সুযোগ পেলেই ইলিশ ধরে আনে।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, নিষেধাজ্ঞার সময় চাঁদপুরের অসাধু কিছু জেলের সাথে জেলার বাহির থেকে এসে অনেক জেলে ইলিশ শিকারের কাজে যোগ দেয়। এরপর তারা যৌথভাবে মা ইলিশ হত্যাযজ্ঞ চালায়।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানাগেছে, ৪ অক্টোবর থেকে আজ শুক্রবার (১৫ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত জেলা ও উপজেলা টাস্কফোর্সের ১৬১টি অভিযানে ১৫২জন জেলে আটক হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে ৫১টি। জাল জব্দ হয়েছে ৯০.৫৭৯ মিটার। এসব ঘটনায় মামলা হয়েছে ৬৫টি।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম