চাঁদপুর: চাঁদপুর শহরের পুরান বাজার বিসমিল্লাহ পেপার এণ্ড স্টেশনারী ও মেসার্স জগবন্ধু সাহা স্টোর থেকে ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ এবং দুই ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে পুরাণ বাজার ঘোষপট্টি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন।
রাতে চাঁদপুর জেলা পরিবেশ অধিদপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
প্রাপ্ত তথ্যে জানাগেছে, আজ দুপুরে শহরের পুরান বাজার ঘোষপট্টিতে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে বিসমিল্লাহ পেপার এণ্ড স্টেশনারী ৯০ কেজি এবং মেসার্স জগবন্ধু সাহা স্টোর থেকে ১২০৫ কেজি পলিথিন জব্দ করা হয়। এ সময় বিসমিল্লাহ পেপার এণ্ড স্টেশনারীর মালিক আব্দুল কাদির শেখকে ১০ হাজার টাকা এবং জগবন্ধু সাহা স্টোর এর মালিক প্রবীর কুমার সাহাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, পরিবেশ সংরক্ষণ আইনে এই দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়ের জন্য প্রদর্শন, মজুদ ও বাণিজ্যিক উদ্দেশ্যে পরিবহন বা ব্যবহার বন্ধে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে আইন শৃঙ্খলা রক্ষার্থে সাবিক সহযোগিতা করে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের একটি চৌকস দল।
ফম/এমএমএ/