চাঁদপুর : চাঁদপুরে নির্মাণাধীন ভাষাবীর এম এ ওয়াদুদ সেতুর চোরাই মালামালসহ তিন চোরকে আটক করা হয়েছে।
শনিবার (১৩ জানুয়ারি) দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে ফরিদগঞ্জ থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি করা মালামালসহ একটি ট্রাক জব্দ করা হয়।
আটককৃতরা হলেন উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের চররনবলিয়া গ্রামের মোঃ মনির হোসেন (৪০), মোঃ মিন্টু মিয়া (৪৩) ও মোঃ রাজু হোসেন (২৭)।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা প্রদীপ মন্ডল জানান, শনিবার রাতে গোপন সংবাদ এর মাধ্যমে জানতে পারি নির্মাণাধীন ভাষাবীর এম এ ওয়াদুদ সেতুর মালামাল চুরি করে নিয়ে যাচ্ছে কয়েকজন। আমরা তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে মালামাল ও গাড়িসহ তিন জনকে আটক করেছি। রোববার (১৪ জানুয়ারি) তাদের বিরুদ্ধে মামলা দায়ের করার পর আদালতে পাঠানো হয়েছে।
ফম/এমএমএ/