চাঁদপুরের ব্যাংক কলোনি এলাকায় নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলা থেকে পড়ে মো. খোরশেদ খাঁন (৫২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা হয়।
গুরুতর আহত অবস্থায় মো. খোরশেদকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকেল পৌনে ৩টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের সহকর্মী মো. সেলিম বলেন, আমরা চাঁদপুরের ব্যাংক কলোনি এলাকায় নির্মাণাধীন দ্বিতীয় তলা ভবনে ছাদ ঢালাইয়ের কাজ করছিলাম। এ সময় অসাবধানতাবশত উপর থেকে নিচে পড়ে যান খোরশেদ। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে স্থানীয় একটি হাসপাতাল নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান খোরশেদ আর বেঁচে নেই।
মো. সেলিম আরও বলেন,নিহত খোরশেদ চাঁদপুর সদরের তেঁতুলতলা গ্রামের মো. ইসমাইল খানের ছেলে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
ফম/এমএমএ/