চাঁদপুরে নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাচুর বিতরণ

চাঁদপুর: চাঁদপুরের মেঘনা উপকূলীয় এলাকার অধিকাংশ লোকজন মাছ আহরণ ও কৃষি কাজ করে জীবীকা নির্বাহ করে। এর মধ্যে নিবন্ধিত জেলেদের বিকল্প কর্মসংস্থানের বকনা বাচুর বিতরণ করা হয়েছে।

রবিবার (৩১ মার্চ) দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে সদর উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের (প্রথম সংশোধিত) আওতায় বিকল্প কর্মসংস্থানের লক্ষে ১৬ জনের মাঝে বকনা বাচুর বিতরণ করেন।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাখাওয়াত জামিল সৈকত, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আইয়ুব আলী বেপারী, সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান প্রমূখ।

সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম বলেন, আজকে ১৬ জনকে বকনা বাচুর দেয়া হয়েছে। এর আগে আরও ৩২জনকে দেয়া হয়। এই অর্থ বছরে বরাদ্দ প্রাপ্তি সপেক্ষে তালিকাভুক্ত সর্বমোট ১৪০জনকে বকনা বাচুর দেয়া হবে।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম