চাঁদপুরে নারীসহ দুই মাদকব্যবসায়ী গ্রেফতার

চাঁদপুর: চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত মাদক বিরোধী অভিযানে ৬শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিলি বেগম ওরফে রিমা (৩০) ও মো. মামুনুর রহমান (৩৮) নামে দুই মাদকব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

২৩ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে চাঁদপুর শহরের উত্তর শ্রীরামদী এলাকা থেকে গ্রেফতার করা হয়।

চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানাগেছে, ২৩ অক্টোবর রবিবার ২৩:০০ ঘটিকা থেকে ২৩:৩০ ঘটিকা পর্যন্ত উপ-পরিদর্শক মোহাম্মদ পিয়ার হোসেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর এর নেতৃত্বে গঠিত রেডিং টীম গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানাধীন উত্তর শ্রীরামদী এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

এ সময় আসামী মিলি বেগম প্রঃ রিমা, পিতা-মোঃ কামাল খান, স্বামী মোঃ বেল্লাল খান স্থায়ী সাং-মিঠাপুর (খান বাড়ী), বাহাদুরপুর ইউপি, ০১নং ওয়ার্ড থানা-মাদারীপুর সদর, জেলা-মাদারীপুর। নতুন ঠিকানা- ০৮নং রেলগেট, জয়নাল মার্কেট (শাহার বাড়ী), থানা-উত্তর খান, জেলা-ঢাকা। মোঃ মামুনুর রহমান, পিতা-মৃত মজিবর রহমান, মাতা-মৃত নাসিমা বেগম, স্থায়ী সাং-দক্ষিণ চর কুমারিয়া (মোল্লা বাড়ী), থানা-শখিপুর, জেলা-শরীয়তপুর উভয়কে ৬শ’ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় উপ-পরিদর্শক জনাব মোহাম্মদ পিয়ার হোসেন বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম