চাঁদপুরে নানা আয়োজনে যুব দিবস পালিত

চাঁদপুর: নানা আয়োজনে চাঁদপুরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) সকালে  দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ, যুব সংগঠক ও সফল আত্মকর্মীকে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়।

জেলা যুব উন্নয়ন অধিদপ্তর অডিটোরিয়াম রুমে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মোহসীন উদ্দিন।

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে জন যুবকের মাঝে লাখ টাকার চেক বিতরণ করা হয়। এছাড়াও দিবসটি উপলক্ষ্যে বৃক্ষ রোপণ, স্বেচ্ছায় রক্তদান ও এস বি খাল পরিষ্কার কর্মসূচি গ্রহণ করা হয়।

এ বছর চাঁদপুর জেলায় শ্রেষ্ঠ যুব সংগঠন হিসেবে মনোনিত করা হয়েছে বাংলাদেশ ক্যাডেট সেফটি যুব ফাউন্ডেশ এবং শ্রেষ্ঠ যুব সংগঠক হিসেবে নির্বাচিত হয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো জুয়েল সরকার।

তিনি জানান, সামাজিক দায়বদ্ধতা বোধ ও আত্মতৃপ্তির জন্য সংগঠন। যুবকরা এগিয়ে আসলেই এগিয়ে যাবে দেশ। দক্ষতা উন্নয়নের জন্য সহায়তা করবে যুব উন্নয়ন অধিদপ্তর।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদ হোসেন চৌধুরী, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত জামিল সৈকত, চাঁদপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. ফখরুল ইসলামসহ জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তারা।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম