চাঁদপুর: আগামী ৩০ নভেম্বর চাঁদপুর প্রেসক্লাবে নাগরিক ঐক্য চাঁদপুর জেলা শাখার আলোচনা সভা সফল করার লক্ষ্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় শহরের পুরান বাজারে চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান (মজু) বেপারীর বাড়িতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,নাগরিক ঐক্য চাঁদপুর জেলা শাখার সমন্বয়ক বিএন নুরুজ্জামান।
তিনি বক্তব্যে বলেন, কল্যাণ রাষ্ট্র ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় নাগরিক ঐক্য কাজ করে যাচ্ছে। কাজেই আগামী ৩০ নভেম্বর চাঁদপুর প্রেসক্লাবে নাগরিক ঐক্যের আলোচনা সভা আমাদের সফল করতে হবে।
সংগঠনের পুরান বাজার কমিটির উদ্যোগে সভায় সভাপতিত্ব করেন সাহাদাত হোসেন বেপারী ও পরিচালনা করেন মিজানুর রহমান স্বপন।এসময় বক্তব্য রাখেন, নাগরিক ঐক্য হাইমচর শাখার নেতা শাকিল হোসেন শিপন, স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন,আনোয়ার হোসেন মিয়াজী, শরীফ মিজায়ী, মোজাম্মেল হোসেন তন্ময়, কাজী মহিউদ্দিন দীপু, সজিব বেপারী,ফজলে রাব্বি,খোরশেদ আলম,আরিফ হোসেন রাপি,আবু রায়হান সিপন প্রমূখ। এসময় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/