চাঁদপুর: ২৯ অক্টোবর রবিবার সন্ধ্যা ছয়টায় চাঁদপুর হাসান আলী হাই স্কুল মাঠে দেখা যাবে “মুজিব একটি জাতির রূপকার “চলচ্চিত্র।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর সহযোগিতায় বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত ও শ্যাম বেনেগাল পরিচালিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবনের উপর নির্মিত বায়োপিক “মুজিব একটি জাতির রূপকার ” চলচ্চিত্রের এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়।
উক্ত প্রদর্শনী দেখার জন্য সকল শ্রেণী পেশার জনসাধারণকে দেখার আমন্ত্রণ জানিয়েছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
ফম/এমএমএ/