চাঁদপুর : চাঁদপুরে সেচ্ছাসেবী সংগঠন ‘সোনালী সুদিন সমাজকল্যাণ সংস্থার’ উদ্যোগে এতিম, প্রতিবন্ধী ও দুস্থদের মাঝে শীতবস্ত্র এবং সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
সোমবার (২৬ ডিসেম্বর) বিকেলে শহরের বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ হানিফের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সুমন চন্দ্র নন্দী, চাঁদপুর পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর খায়রুল ইসলাম নয়ন, সংগঠনের ভাইস চেয়ারম্যান মোঃ মনির হোসেন তানভীর, সাংগঠনিক সচিব শামছুল আলম রাজু, হালিমা আক্তার, আয়েশা আক্তার ও আবু সোহান প্রমুখ।
অনুষ্ঠানে চাঁদপুর সদর উপজেলার তালিকাভুক্ত অসহায় প্রতিবন্ধী ও ভিক্ষুকদের মাঝে শীতবস্ত্র বিতরণসহ একজন অসহায় প্রতিবন্ধী পরিবারকে সেলাই মেশিন প্রদান করা হয়।
ফম/এমএমএ/