ঈদ উপলক্ষে চাঁদপুরে দরিদ্র-অসহায় দুই হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী তুলে দিয়েছে পুলিশ।
শনিবার (৩০ এপ্রিল) দুপুরে জেলা পুলিশ লাইনসে আনুষ্ঠানিকভাবে এসব সামগ্রী তুলে দেন পুলিশ সুপার মিলন মাহমুদ। এ সময় চিনি, সেমাই, পোলাও ও ভাতের চাল, তেল, লবন এবং প্যাকেট দুধ হাতে পেয়ে খুশি হন এসব মানুষজন। কেউ কেউ আনন্দে কেঁদে ফেলেন।
পুলিশ সুপার মিলন মাহমুদ জানান, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদের নির্দেশে তৃতীয় লিঙ্গের এবং সমাজে আর্থিক দৈন্যতায় অমানবিক জীবনযাপনকারী অসহায় মানুষদের মুখে হাসি ফোটানোর জন্যই মানসম্মত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আসিফ মহীউদ্দিন, প্রেস ক্লাব সভাপতি গিয়াসউদ্দিন মিলন, সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, সদর মডেল থানার ওসি আব্দুর রশিদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন বড়ুয়া উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/