চাঁদপুর : চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবার উদ্যোগে জেলার দু:স্থ-অসহায় দরিদ্র ৯৯ ব্যাক্তিকে ৬লাখ ১৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।
মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব অনুদানের চেক প্রদান করা হয়। দু:স্থ ব্যাক্তিদের হাতে এসব অনুদানের চেক তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চাঁদপুর জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক মো. নজরুল ইসলাম। এ সময় সরকারি দপ্তরের অন্যান্য কর্মকর্তার উপস্থিত ছিলেন।
জানাগেছে, সমাজকল্যাণ মন্ত্রণালয় অধীন “বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ” হতে ২০২৪-২৫ অর্থবছরে প্রাপ্ত তহবিল হতে চাঁদপুর জেলার দু:স্থ-অসহায় দরিদ্র ব্যক্তিদের কে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আগে বিশেষ আর্থিক অনুদান প্রদান করা হয়।
ফম/এমএমএ/