চাঁদপুর: তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমের প্রশিক্ষণার্থী ও সুবিধাভোগী তরুণ তরুণীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এ স্লোগানকে ধারণ করে শহর সমাজসেবা কার্যালয়, চাঁদপুর এর উদ্যোগে সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকালে প্রশিক্ষণ কার্যক্রমে প্রশিক্ষণার্থী এবং এর সুবিধাভোগী তরুণ তরুণীদের নিয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং ভালো উদ্যোক্তা তৈরিতে উন্মুক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়, চাঁদপুর এর উপপরিচালক মোঃ নজরুল ইসলাম।
শহর সমাজসেবা কার্যালয়, চাঁদপুর এর সমাজসেবা অফিসার অনুপ মন্ডল এর সভাপতিত্বে এবং দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান প্রশিক্ষক জি এম এমরান হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়, চাঁদপুর এর সহকারী পরিচালক মোঃ রুহুল আমিন বাশীর, শহর সমাজসেবা কার্যালয়, চাঁদপুর এর সমন্বয় পরিষদের সভাপতি সালাহউদ্দিন আহমেদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপপরিচালক মোঃ নজরুল ইসলাম বলেন, বর্তমান বিশ্বের সাথে তালমিলিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে হলে তরুণদেরকে এগিয়ে আসতে হবে। তরুণরাই পারবে দেশ বদলাতে, পৃথিবী বদলাতে। এজন্য তাদেরকে প্রযুক্তি নির্ভর পড়াশোনার প্রতি গুরুত্ব দিতে হবে। বিশ্ব এখন ৪র্থ শিল্প বিপ্লবের দিকে এগিয়ে যাচ্ছে। ৪র্থ শিল্প বিপ্লবের অগ্রযাত্রায় বাংলাদেশকে সামিল করতে তরুণ প্রজন্মকে ভূমিকা রাখতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তার সফল ও সঠিক ব্যবহার করতে হবে। ভালো উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তোলে বিশ্বের বুকে বাংলাদেশের মর্যাদা সমুন্নত করতে হবে। তিনি বলেন, তথ্য প্রযুক্তি খাতে তরুণ তরুণীদের সার্বক্ষণিক সহযোগিতা দিয়ে যাবে সমাজসেবা কার্যালয়।
অনুষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তার সফল ও সঠিক ব্যবহার এবং এর ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। প্রেজেন্টেশনটি উপস্থাপন করেন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, শহর সমাজসেবা কার্যালয়, চাঁদপুর ৪জন শিক্ষার্থী। এরা হলেন- সুমাইয়া আক্তার, মোঃ রোমান হোসাইন, শিরিন আক্তার ও উম্মে হুমায়ারা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমন্বয় পরিষদ, শহর সমাজসেবা কার্যালয়, চাঁদপুর এর সাংগঠনিক সম্পাদক পি এম বিল্লাল, জেলা সমাজসেবা কার্যালয়, চাঁদপুর এর প্রধান সহকারী (অঃদাঃ) মোঃ বেলাল হোসেন, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের সহকারি প্রশিক্ষক মোঃ কামরুল হাসান মেহেদী সহ দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের জানুয়ারি-জুন ২০২৫ সেশনের শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থী মোঃ নুরুদ্দিন সুলতান। এর পর অতিথিবৃন্দ দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের জানুয়ারি-জুন ২০২৫ সেশনে ভর্তিকৃত নবীণ শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন।
অনুষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তার সফল ও সঠিক ব্যবহার এবং এর ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে চমৎকার একটি প্রেজেন্টেশন উপস্থাপনের জন্য ৪ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
ফম/এমএমএ/