চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে মৃত যুবকের পরিচয় মিলেছে

চাঁদপুর : চাঁদপুরে শুক্রবার (৩ মার্চ) দুপুরে ট্রেনের নীচে কাটা পড়ে মৃত যুবকের পরিচয় মিলেছে। যুবকটি দীর্ঘদিন যাবত কাজে মন না বসায় বেকার থেকে এবং পারিবারিক সমস্যার কারণে অভিমান করে ট্রেনের নীচে ঝাঁপ দিয়েছে বলে স্থানীয়দের ধারণা। তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তার পরিচয় পাওয়া যায়। তার নাম মো. সাদ্দাম হোসেন (৩২)। সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের দাসাদী গ্রামের মৃত নুরুল হক বেপারীর ছেলে। তার পরিবারে মা স্ত্রী আয়শা বেগম ও ১ বছর ৩মাস বয়সি একটি শিশু মেয়ে সন্তান রয়েছে।

নাম প্রকাশে অনইচ্ছুক একজন এলাকাবাসী জানান, যুবক সাদ্দাম বেকার অবস্থায় থাকার পরও পরিারের ইচ্ছায় বিয়ে করে। বিয়ের পর থেকে তার সাথে সংসারের অভাব অনাটন নিয়ে স্ত্রীর ঝগড়া লেগে থাকতো। তার মধ্যে আবার একটি মেয়ে শিশু সন্তানের জন্ম হয়। এতে সংসারে আরো ব্যাপক সমস্যার সৃস্টি হয়। এক পর্যায়ে সে তার স্ত্রীর সাথে অভিমান করে এ আত্রহত্যার পথ বেছে নেয়।

এ বিষয়ে যুবকের স্ত্রী আয়শা বেগমের মা পারুল বেগম জানান, তাদের সংসারে অভাব-অনাটন ছিল। তবে তার সাথে তার স্বামীর কোন ঝগড়া বা অভিমানের ঘটনা ঘটেনি।

চাঁদপুর জেলা পিবিআই কর্মকর্তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে যুবকের হাতের আঙ্গুলের ছাপনিয়ে ব্যাপক চেস্টার ফলে শনিবার (৪ মার্চ) দুপুরে পরিচয় নিশ্চিত করতে পেরেছেন। এ তথ্যদিয়ে নিশ্চিত করেন, চাঁদপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মুৃরাদউল্লাহ্ বাহার। আত্রহত্যা করা যুবকের নাম মো: সাদাম হোসেন(৩২), সে সদর উপজেলার দাসাদি গ্রামের,৩নং কল্যানপুর ইউনিয়ন,৯নং ওয়ার্ডের মৃত নূরুল হক বেপারী ছেলে। তার পরিবারে মা’স্ত্রী আয়শা বেগম ও ১ বছর ৩মাস বয়সি একটি শিশু মেয়ে সন্তান রয়েছে।

এ ঘটনাটি প্রত্যাক্ষদর্শী রেলের গেইটম্যান মো: সহিদ মজুমদার জানান, সে ট্রেনটি চাঁদপুর থেকে লাকসামের দিকে আসতে দেখে তার দায়িত্ব হিসেবে সবুজ ফ্লাগ উড়িয়ে দাড়িয়ে ছিল। ্এ সময় হঠাৎ দেখতে পায়, কালো পেন্ট ও নীল কালারের টি শার্ট পরিহিত অনুমান ২৮ বছরের এক যুবক ট্রেনটি বিশ্বরোড এলাকা অতিক্রম কালে সে ট্রনের নীচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করে। তাৎক্ষনিক তিনি এ বিষয়টি তার কর্তৃপক্ষকে অবহিত করেছেন।

চাঁদপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক(এসআই) পলি মজুমদার জানান, আত্মহত্যা করা যুবকের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে লাশের ময়না তদন্ত শেষে রেলওয়ে থানায় রাখা হয়েছে। তার অভিভাবককে খবর পৌছানো হয়েছে। তারা এসে লাশ সনাক্ত করলে তাদের কাছে হস্তান্তর করা হবে। তা’নাহলে লাশ আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে দাফনের জন্য হস্তান্তর করা হবে।

চাঁদপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মুৃরাদ উল্লাহ্ বাহার জানান,ঘ টনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে যুবকের ৭/৮ টুকরো হওয়া ছিন্নবিছিন্ন হয়ে যাওয়া লাশ উদ্ধার করা হয়। তার শরীর থেকে হাত, পা,’মাথা, কলিজা, কুদ্দা, কিডনীসহ বিভিন্ন অঙ্গপতেঙ্গ ছিন্নবিছিন্ন হয়ে ছিটকে পড়া অবস্থা থেকে টুকিয়ে এনে একত্র করে ব্যাগে ভর্তি করে রাখা হয়। তার পরিচয় পিবিআইয়ের মাধ্যমে সনাক্ত করা হয়। যুবকের স্বজনরা তার লাশ নিতে আসলে তাদের কাছে হস্তান্তর করা হবে। কি কারণে যুবক আত্মহত্যা করেছে তা’তদন্ত সাপেক্ষে জেনে জানানো হবে।

এ ঘটনায় চাঁদপুর রেলওয়ে থানায় শুক্রবার রাতেই একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মামলা নাম্বার-৩।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম