
চাঁদপুর: আমাদের ১০ দফা দাবী মানতে হবে মেনে নাও মেনে নাও,না মানা হলে আগামী ২৩ অক্টোবর থেকে দেশব্যাপী অবিরাম কর্মবিরতি।
এই কর্মবিরতি সফল করার লক্ষে বাংলাদেশ ট্যাঙ্কলরী শ্রমিক ফেডারেশনের আয়োজনে রবিবার সকালে চাঁদপুর ৫নং ঘাট মেঘনা ডিপুতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্যাঙ্কলরি শ্রমিক ফেডারেশনের সভাপতি আলহাজ্ব শাহজাহান ভূইয়া। তিনি বলেন, আমাদের মালিক শ্রমিক যদি এক থাকি তাহলে আমাদের কোন সমস্যাই হতো না। কিন্তু দেখছি যদি কোন শ্রমিকের কোন বিপদ আপদ হয় তখন কোন মালিক এগিয়ে আসেনা। শুধুমাত্র শ্রমিকরাই শ্রমিকদের পাশে এসে দারায়। আমাদের মালিক শ্রমিকদের দুটি পাহাড়ে পরিনত হয়েছে। তাই আমরা শ্রমিকরা আমাদের বর্তমান ১০ দফা দাবি আদায়ের মাধ্যমে আমাদের অধিকার বাস্তবায়ন করবো। ১০ দফা হলো ট্যাংকলরী শ্রমিকদের নিয়োগপত্র,পরিচয় পত্র,সার্ভিস বুক প্রদান করাসহ শ্রম আইন ও শ্রম বিধি অনুযায়ী শ্রমিকের যাবতীয় রেকর্ডপত্র সংরক্ষন করতে হবে,নুন্যতম মুজুরী কাঠামো বোর্ড গঠন করতে হবে, ৫লক্ষ টাকা দূর্ঘটনা বীমা কার্যকর করতে হবে, টার্মিনাল নির্মান,সহজ শর্তে ড্রাইভিং লাইসেন্স প্রদান করতে হবে,পুলিশী হয়রানি বন্ধ করতে হবে,শ্রমিক কল্যান ফাউন্ডেশন থেকে সাহায্যের ব্যবস্থা করতে হবে,অনুপ্রবেশ কারীদের হটাতে হবে,২০০৬ এর ১৭৯(৫)ধারা সংশোধন করে শুধু “দাহ্য পদার্থবাহী ট্যাংক লরীর ক্ষেত্রে” একই প্রতিষ্ঠানে একটির বেশী ইউনিয়ন গঠন করা যাবেনা।এই সকল দাবি মানার জন্য শ্রমিকরা কর্ম বিরতির কর্মসুচি হাতে নিয়েছে।
আলোচনা সভায় চাঁদপুর কুমিল্লা জোনের সভাপতি হাজী আঃকুদ্দুছ মিয়ার সভাপতিত্বে,যুগ্ম সাধারান সম্পাদক গাজী পারভেজ ভুইয়ার পরিচালনায়,বিশেষ অতিথির বক্তব্য রাখেন,কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সিঃসহ সভাপতি আঃমতিন মুন্সি,সহ- সাধারন সম্পাদক এসএম আসলাম,সাংগঠনিক সম্পাদক জাহীদ হোসেনসহ সকল শ্রমিক ও শ্রমিক নেতাগন উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/