চাঁদপুর: চাঁদপুরে ১০ সদস্য বিশিষ্ট জেলা টিসিবি পরিবেশক (ডিলার) সমিতির কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (৮ মার্চ) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে জেলার প্রত্যেক প্ররিবেশক প্রধানদের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়।
জেলা টিসিবি ডিলার সমিতির নবনির্বাচিত সভাপতি হলেন-মো. আফজাল খান, সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন বকাউল। বাকী ৭ সদস্যের নাম আলোচনার ভিত্তিতে করা হবে বলেন জানান কমিটির সদস্যরা।
এসময় ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদও গঠন করা হয়। উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন-মো. গোলাম মোস্তফা, জিল্লুর রহমান সিদ্দিকী, আলাউদ্দিন বকাউল, বিল্লাল মিয়াজী ও সাফায়েত উল্লাহ।
এরআগে একইদিনে দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে টিসিবির সার্বিক কার্যক্রম সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন। এসময় সভায় স্মার্ট কার্ড ব্যতিত টিসিবির পণ্য না দেয়ার জন্যে নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক।
ফম/এস.পলাশ/এমএমএ/