চাঁদপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাশেদ ইকবাল খানকে ভারপ্রাপ্ত সভাপতি করায় চাঁদপুর জেলা ছাত্রদলের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল হয়েছে।
বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেলে শহরের কালীবাড়ি মোড় থেকে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে আনন্দ মিছিলটি শেষ হয়।
আনন্দ মিছিলে নেতৃত্বদেন, চাঁদপুর জেলা ছাত্রদলের সভাপতি মোঃ ইমাম হোসেন গাজী, সাধারণ সম্পাদক এ এইচ এম ইসমাইল হোসেন পাটোয়ার, সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান রনি, যুগ্মসাধারণ সম্পাদক মনির হোসেন মুন্না, সোহেল রানা, মেহেদী হাসান শাকিল, সদর থানা ছাত্রদলের আহ্বায়ক শেখ মোঃ হাবিব, সদস্য সচিব জিসান আহমেদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক মামুন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বারেক ভূঁইয়া, সদস্য সচিব ফয়সাল মাহমুদ, কলেজ ছাত্রদলের আহ্বায়ক সোহেল গাজী, সদস্য সচিব আল আমিন মুন্সি সহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গত মঙ্গলবার (৮ আগস্ট) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের অসুস্থতার কারণে জ্যেষ্ঠ সহ-সভাপতি রাশেদ ইকবাল খানকে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
জানা গেছে, রাশেদ ইকবাল খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। তার গ্রামের বাড়ি নরসিংদীতে।
ফম/এমএমএ/