চাঁদপুর : চাঁদপুর কোস্টগার্ড ও সদর উপজেলা মৎস্য বিভাগের যৌথ অভিযানে একটি বেহুন্দি জাল, ২০ হাজার মিটার কারেন্ট জাল ও ৬৬ টি চায়না দুয়ারি চাই জালসহ তিন জেলেকে আটক করা হয়। আটক তিন জেলের প্রত্যেককে ৫ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রোববার (২৮ মে) বিকেলে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা হাবিব শাপলা।
সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন অভিযানে অংশগ্রহনকারী সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম।
তিনি বলেন, আজ দুপুর সাড়ে ১২টায় চাঁদপুর সদর উপজেলায় কোস্ট গার্ড এবং সদর উপজেলা মৎস্য দপ্তর যৌথ উদ্যোগে ইলিশসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ডাকাতিয়া এবং মেঘনা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানের সময় একটি বেহুন্দি জাল, ২০ হাজার মিটার কারেন্ট জাল এবং ৬৬ টি চায়না দুয়ারি চাই জাল জব্দ করে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
আটককৃত তিনজন আসামীর নিকট হতে ৫ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন সদর উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের ক্ষেত্র সহকারী মো. জামিল হোসেন, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের চীফ পেটি অফিসার এম. শফিকুল ইসলাম ও কোস্ট গার্ড টহল সদস্যরা।
ফম/এমএমএ/