
চাঁদপুর: জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষ্যে চাঁদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে ভার্চুয়ালি এ সভার আয়োজন করা হয়।
ভার্চুয়াল সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ।
সভায় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ক্রেতা, বিক্রেতা ও উৎপাদনকারীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্ব আরোপ করা হয় এবং এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের দিক নির্দেশনা প্রদান করা হয়।
এসময় ভার্চুয়ালি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমতিয়াজ হোসেনসহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ যুক্ত ছিলেন।
ফম/এমএমএ/