চাঁদপুর : ‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদে চাঁদপুরে জাতীয় মাৎস্য সপ্তাহের উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) সকালে এ উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় সম্মুখ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। সেখানে অতিথিরা বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আদ্বোধন করেন। এরপর উপজেলা পরিষদ এর পুকুরে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
জেলা মৎস্য বিভাগের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এ এস এম মোসা, চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ।
চাঁদপুর জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, নৌ পুলিশ ও মৎস্যজীবী সংগঠনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/