চাঁদপুর :“প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে সম্মিলিত অংশগ্রহণ, নিশ্চিত করবে এসডিজি অর্জন” এ প্রতিপাদ্য নিয়ে চাঁদপুরে ৩২তম আন্তর্জাতিক এবং ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।
দিবস উপলক্ষে রবিবার (৩ ডিসেম্বর) সকালে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
র্যালী শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রজত শুভ্র সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন-অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী ও প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সুমন নন্দী প্রমূখ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কর্মকর্তা (রেজি:) মো. মনিরুল ইসলাম।
আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।
ফম/এমএমএ/