চাঁদপুরে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

চাঁদপুর : ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি ‘জন্মাষ্টমী’ উপলক্ষে চাঁদপুরে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ চাঁদপুর জেলা শাখার আয়োজনে বর্ণাঢ্য শোভা যাত্রাটি বের হয়। শোভা যাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কালিবাড়ী মন্দির সম্মুখে এসে শেষ হয়।

ফিতা কেটে শোভাযাত্রা উদ্বোধন করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এ এস এম মোসা। এ সময় পুলিশ সুপারের পক্ষ থেকে উদযাপন পরিষদ নেতাদের ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়।
শোভাযাত্রায় চাঁদপুর পৌর পুজা উদযাপন পরিষদ, চান্দের বাগ রাধাগোবিন্দ মন্দির, বাবুরহাট উদযাপন পরিষদ, বাংলাদেশ ব্রাহ্মন সংসদ চাঁদপুর জেলা শাখা, স্বর্ণখোলা হরিজন কলোনী, শারদাঞ্জলী ফোরাম, নতুন বাজার ঘোষপাড়া, রেলওয়ে হরিজন কলোনী, গুয়াখোলা দুর্গামন্দির, দাস পাড়া শিব মন্দির, পুরান বাজার পালপাড়া, হিন্দু যুব মহাজোট চাঁদপুর শাখা, পুরাণ বাজার জন্মাষ্টমী পরিষদ, পুরাণ বাজার ঘোষপাড়া জন্মাষ্টমী পরিষদসহ জেলার বিভিন্ন সনাতন ধর্মালম্বীরা অংশগ্রহন করেন।

এছাড়া সকালে চাঁদপুর সার্কিট হাউজে ‘জন্মাষ্টমী’ উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসন ও হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের যৌথ আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান। বিশেষ অতিথির বক্তব্যে দেন পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এ এস এম মোসার সভাপতিত্বে সভার সঞ্চালনায় ছিলেন মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক মাসুদুল আলম মাসুদ।

ফম/এমএমএ/