চাঁদপুরে ছিন্নমূল শীতার্তদের পাশে ছাত্রলীগের সভাপতি জহির

চাঁদপুরে অসহায় ও ছিন্নমূল শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিচ্ছেন জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন।
চাঁদপুর:  প্রচন্ড বাতাস ও কনকনে শীতে বিপাকে রয়েছেন চাঁদপুর জেলা শহরের অসহায়, দুঃস্থ ও ছিন্নমূল মানুষ। গরম কাপড়ের অভাবে অনেকেই তীব্র শীতে মানবেতর জীবনযাপন করছেন।
শীতার্ত মানুষের কথা চিন্তা করে নিজের সামর্থ থেকে মঙ্গলবার (১৬ জানুয়ারি)  রাত ১১টা থেকে ১ টা পর্যন্ত শহরের কালীবাড়ি রেলওয়ে স্টেশন, বড় স্টেশন, নৌকায় রাত্রীযাপন করা মাঝিসহ অসহায়-দুঃস্থ ছিন্নমূল মানুষদের খুঁজে খুঁজে কম্বল বিতরণ করেন চাঁদপুর জেলা ছাত্রলীগ সভাপতি মোঃ জহির উদ্দিন।
চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন জানান, সমাজের প্রতিটি মানুষের উচিত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা।  আমাদের প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। একজন শীতার্ত মানুষের গায়ে একটি কম্বল দিতে পারা অনেক আনন্দের বিষয়।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম